যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অর্থপুষ্ট। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ হবে। তাতে অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ নন-অ্যান্টিবায়োটিক লোডেড মিউকোঅ্যাডেসিভ গ্যাস্ট্রোরিটেন্টিভ ট্যাবলেটস টু এসট্যাব্লিশ এ নিউ ট্রিটমেন্ট প্রোটোকল এগেন্সট হেলিকোব্যাক্টর পাইলোরি’।
নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। নিযুক্ত ব্যক্তিকে সাম্মানিক হিসাবে মাসে ৩৬,৪০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর বা এমফার্ম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এ। এ ছাড়া থাকতে হবে ডেভেলপমেন্ট অফ ম্যাট্রিক্স ট্যাবলেটস বিষয়ক জ্ঞানও।
আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু দুপুর ৩টে থেকে। ওই দিন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেকশন থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র পূরণ করে এবং সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।