জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বিভাগের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইট থেকেই দেখা যাবে বিজ্ঞপ্তিটি।
মোট ৪৮ জন কর্মী নিয়োগ করা হবে। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রার্থীদের। ন্যাশনাল হেলথ মিশনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজ়ার-সহ মোট ২৮টি পদে নিয়োগ করা হবে কর্মী। পদ অনুযায়ী বেতন নির্ধারিত হয়েছে। মাসে ৫ হাজার থেকে ৬৫ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে। তবে, কিছু পদের ক্ষেত্রে দৈনিক বেতন মিলবে। পদ অনুযায়ী স্থির করা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা। সে ক্ষেত্রেও প্রার্থীর নূন্যতম বয়স ২১ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
জলপাইগুড়ি জেলার ওয়েবসাইটে (jalpaiguri.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।