ঝাড়গ্রাম জেলার কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার প্রশাসনিক বিভাগে। জানানো হয়েছে, জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
জেলায় ‘চোখের আলো’ প্রকল্পে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের সপ্তাহে তিন দিন কাজের দায়িত্ব থাকবে। দৈনিক বেতন হবে ১,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা বিষয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে মেডিক্যাল টেকনোলজিতে দু’বছরের ডিপ্লোমা অথবা ব্যাচেলর্স ডিগ্রি।
প্রার্থীদের রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকাও জমা দিতে হবে। আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। এর পর যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।