যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার নানা বিষয়ে স্নাতকোত্তরের ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও ফাঁকা স্নাতকোত্তরের সান্ধ্য বিভাগের বেশ কিছু আসন। এ জন্য পড়ুয়াদের থেকে আবার আবেদন গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিভাগে এখনও আসন খালি রয়েছে। তবে বিভিন্ন বিভাগে শূন্য আসনের সংখ্যা কত, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানা যায়নি।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা এর আগে বিজ্ঞানের স্নাতকোত্তরে সান্ধ্য বিভাগের জন্য আবেদন জানাননি, শুধুমাত্র তাঁরাই এ বার আবেদন করতে পারবেন। তবে তাঁরা যদি গত অগস্ট মাসে বিজ্ঞানের স্নাতকোত্তরের দিবা বিভাগে আবেদন জানিয়ে থাকেন এবং প্রবেশিকা পরীক্ষা দিয়ে থাকেন, তাঁরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
স্নাতকোত্তরে ভর্তির জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মেজর নিয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। তবে এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ নানা নথি নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আগামী ১৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।