একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাইটস লিমিটেড-এর তরফে। জানানো হয়েছে, সংস্থায় নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। এ জন্য আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ ২৫২টি। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১০,০০০ টাকা থেকে সর্বাধিক ১৪,০০০ টাকা।
আরও পড়ুন:
শিক্ষানবিশদের সংস্থার সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম, মেকানিক্যাল, কেমিক্যাল, মেটালার্জিক্যাল, ফিন্যান্স, এইচআর-সহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে।
পদের ভিত্তিতে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা, ডিপ্লোমা বা আইটিআই উত্তীর্ণ হতে হবে। এর পর মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। বাকি তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
আরও পড়ুন:
-
ফলঘোষণা নার্সিং-এর দু’টি কোর্সে প্রবেশিকার! কী জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড?
-
ক্রিকেট বিশ্বকাপে মেয়েদের খেলায় মুগ্ধ কামরান, ফাজিলের তৃতীয় সেমেস্টারে দখল করেছে প্রথম স্থান
-
আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ! কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা করা যাবে?
-
কোভিড নিয়ে গবেষণাধর্মী কাজ কল্যাণীর এনআইবিএমজি-তে, নানা পদে প্রয়োজন একাধিক কর্মীর