একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এ জন্য পড়ুয়ারা শুক্রবার থেকে শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত বিভাগে গবেষণার সুযোগ রয়েছে, সেগুলি হল— আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, অর্থনীতি, ইতিহাস, এডুকেশন, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, রাশিবিজ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ় এবং আইন।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। জাতীয় এবং রাজ্যস্তরের বিভিন্ন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। কিছু বিষয়ের ক্ষেত্রে যোগ্যতা নির্ণয় করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরবর্তী স্তরে যোগ্যতা নির্ণয় করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে আগামী ৩ ডিসেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।