যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিভাগে স্পোর্টস কোটার অধীনে পড়ুয়াদের স্নাতকে ভর্তি নেওয়া হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীদের এ জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি-র নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। রয়েছে ১৫টি কোর্স, যেমন— কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন বিভাগে মোট আসনসংখ্যা ২৫।
আরও পড়ুন:
-
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ১২২ জন কর্মীর খোঁজ, কোন মাধ্যমে আবেদন জানাতে হবে?
-
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় উচ্চশিক্ষা করা যাবে?
-
ইউজিসি নেট-এর আবেদনপত্রে সংশোধন শুরু সোমবার থেকে, কোন কোন তথ্য বদলের সুযোগ মিলবে?
-
কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তরের সুযোগ, অনলাইনে করা যাবে ক্লাস, কোন প্রতিষ্ঠানের তরফে উদ্যোগ?
আবেদনকারীদের বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। চলতি বছরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক থাকতে হবে ৪০,০০০-এর মধ্যে।
জাতীয় স্তরের কোনও খেলায় আবেদনকারীদের কৃতিত্বের ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের এ জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ৫০০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র কিনতে হবে। তার পর পূরণ করা আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে বা সশরীরে গিয়ে জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ এ বার এই সব পরীক্ষায়ও! ঘোষণা এসএসসি-র
-
৯১ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুঁজছে নাবার্ড, আবেদনের জন্য বয়ঃসীমা কত?
-
আইআইটি খড়্গপুরে অধ্যাপনার সুযোগ, বেতন হতে পারে তিন লক্ষ টাকারও বেশি
-
জিওলজিতে স্নাতকোত্তর? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণাধর্মী কাজে যোগদানের সুযোগ