চলতি বছরের ইউজিসি নেট-এর (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছিল গত মাসে। তা শেষ হয় নভেম্বরের শুরুর দিকে। পরীক্ষার্থীদের আবেদনপত্র সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিল ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তবে কোন কোন বিষয় সংশোধন করা যাবে, তা-ও নির্দিষ্ট করে জানানো হয়েছিল আবেদনপত্রে।
চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে ইউজিসি নেট। চলবে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত। এর জন্য গত ৭ অক্টোবর শুরু হয় রেজিস্ট্রেশন। আবেদনের শেষ দিন ছিল ৭ নভেম্বর। সোমবার, ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনপত্র সংশোধনের প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের সময় পড়ুয়ারা জন্মতারিখ বা বছর ভুল লিখে থাকলে যেমন এই সময়ে সংশোধনের সুযোগ পাবেন, তেমনই অসংরক্ষিত বা সংরক্ষিত শ্রেণিভুক্ত হওয়ার তথ্য বা অভিভাবকের নামের বানানও সংশোধন করতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
-
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ১২২ জন কর্মীর খোঁজ, কোন মাধ্যমে আবেদন জানাতে হবে?
-
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় উচ্চশিক্ষা করা যাবে?
-
ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ রাইটস লিমিটেড-এ, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?
-
দু’টি ভিন্ন পদমর্যাদায় কর্মী খুঁজছে কল্যাণীর এমস, বয়ঃসীমা কত হলে আবেদন করা যাবে?
তবে ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে ইউজিসি নেট-এর আবেদনপত্রে নিজেদের নাম, লিঙ্গ, ছবি, স্বাক্ষর, মোবাইল নম্বর, ই-মেল-এর ঠিকানা, বাড়ির ঠিকানা, চিঠি পাঠানোর ঠিকানা বা পরীক্ষাকেন্দ্র পরিবর্তন বা সংশোধনের সুযোগ পাবেন না পড়ুয়ারা। এ জন্য তাঁদের প্রয়োজন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র হেল্পডেস্ক-এ যোগাযোগ করতে হবে।
কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন?
১। পরীক্ষার্থীদের এনটিএইউজিসিনেট-এর পোর্টালে লগ ইন করতে হবে।
২। সেখানে সমস্ত নথি বা তথ্য জমা দিতে হবে।
৩। এর পর কোন কোন ক্ষেত্রে সংশোধন করতে চান, তা ঠিক করে নিতে হবে।
৪। সংশোধিত আবেদনপত্র ডাউনলোড করে ‘কনফারমেশন’-এর স্ক্রিনশট নিয়ে রাখতে হবে।
সংশোধন প্রক্রিয়া শেষ হলে পরীক্ষার্থীরা ‘এগজ়ামিনেশন সিটি স্লিপ’ ডাউনলোড করে রাখতে পারবেন। পরীক্ষার এক সপ্তাহ আগে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড।
প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।
আরও পড়ুন:
-
শুধু গবেষণা নয়, উদ্ভাবন ও চাকরি ক্ষেত্রে দিশা আইআইটি খড়্গপুরের, কলকাতায় কেন্দ্র গড়ার সম্ভাবনা
-
হুগলি জেলায় ৫৯৫ জন কর্মীর খোঁজ, কোন কোন পদে আবেদন গ্রহণ? কত দিনই বা চলবে?
-
মেডিক্যাল স্নাতকোত্তরে কমল আসনসংখ্যা, বাড়ল নিট পিজি-র ‘চয়েস ফিলিং’-এর মেয়াদ
-
শিক্ষানবিশের খোঁজ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়, যোগ্যতার কী শর্তাবলি স্থির করা হয়েছে?