ইঞ্জিনিয়ারদের জন্য কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে রাইটস লিমিটেড। শুক্রবার রেল মন্ত্রক অধীনস্থ এই সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থায় অভিজ্ঞ এবং দক্ষ পেশাদার প্রয়োজন। এ জন্য শুক্রবার থেকেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার (সিভিল) পদে। শূন্যপদ ৪০টি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রির পাশাপাশি চার বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ নভেম্বর আবেদনের শেষ দিন। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন ১৪ ডিসেম্বর।
আরও পড়ুন:
-
ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্কে একাধিক উচ্চপদে কর্মীর খোঁজ চলছে, কী ভাবে আবেদন করা যাবে?
-
শিবপুরের আইআইইএসটি-তে চিকিৎসক প্রয়োজন, পারিশ্রমিক হবে মাসে ৭০ হাজার টাকা
-
কল্যাণীর এনআইবিএমজি-তে নানা পদে কর্মীর খোঁজ চলছে, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে
-
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এ পরামর্শদাতা প্রয়োজন, আবেদনের জন্য কোন শর্ত স্থির করা হয়েছে?