একাধিক শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। গত মাসেই সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার সংস্থার তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়েছে, সমস্ত পদে আবেদনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে।
সংস্থার তরফে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ২,৬২৩টি। শিক্ষানবিশদের কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ফায়ার সেফটি টেকনিশিয়ান, ল্যাব কেমিস্ট, মেকানিক, চিফ এক্জ়িকিউটিভ, পেট্রোলিয়াম এক্জ়িকিউটিভ-এর মতো নানা পদমর্যাদায় প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের কর্মস্থল হবে বোকারো, কলকাতা, আগরতলা-সহ দেশের বিভিন্ন শহরে। তাঁদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে মাসে ৮,২০০ টাকা থেকে শুরু করে ১২,৩০০ টাকা।
আরও পড়ুন:
সংস্থার যে ক্ষেত্রে যে পদমর্যাদায় শিক্ষানবিশরা কাজের সুযোগ পাবেন, তার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক যোগ্যতা থাকতে হবে।
আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৭ নভেম্বর। এর পর আবেদনকারীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।