অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। গবেষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডিপ মাল্টিভিউ ডিপেন্ডেন্সি অ্যানালিসিস ফর ক্যানসার ডায়াগনোসিস অ্যান্ড প্রোগনোসিস’।
প্রকল্পে একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তহবিল এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে মাসে ৩১,০০০ থেকে ৩৬,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি-এ এমই বা এমটেক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়া অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, কভার লেটার-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।