দেশের নামী প্রতিষ্ঠানগুলিতে প্রতি বছর বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চশিক্ষার জন্য কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর আয়োজন করা হয়। চলতি বছর জাতীয় স্তরের এই প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে নভেম্বরের শেষে। অবশেষে জানা গেল চূড়ান্ত দিনক্ষণ।
চলতি বছরে দেশ জুড়ে এই পরীক্ষার আয়োজন করা হবে আগামী ৩০ নভেম্বর। পরীক্ষা আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়। পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এ বার ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১২ নভেম্বর প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। যা ডাউনলোড করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:
২ লক্ষ ৯৫ হাজার পরীক্ষার্থী চলতি বছরের ক্যাট দেবেন। মোট তিন পর্বে এই কম্পিউটার নির্ভর (কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি) পরীক্ষা হবে। সময় দু’ঘণ্টা। দেশের ১৭০টি বাছাই করা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। সমস্ত পরীক্ষাকেন্দ্র সুরক্ষিত রাখার জন্য সেখানে থাকবে মোবাইল জ্যামার। পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১২ নভেম্বর থেকে নির্ধারিত ওয়েবসাইটে স্যাম্পেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১ অগস্ট থেকে শুরু হয় পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ছিল ২০ সেপ্টেম্বর।