রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা থেকে পিএইচডি-র সুযোগ। এ কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
আগামী বছরের জন্য পিএইচডি-তে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করছে আইআইএম কলকাতা। পড়ুয়ারা অর্থনীতি, ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, অপারেশন্স ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে স্পেশ্যালাইজ়েশন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ক্যাট, জিম্যাট বা অন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ৩০০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন।