শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানে টেম্পোরারি ডক্টর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও তা পরে আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, শুরু স্পট কাউন্সেলিং প্রক্রিয়া
-
ডব্লিউবিজেইইবি-র তরফে একাধিক প্রবেশিকার ‘আনসার কি’ প্রকাশ, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?
-
কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি-তে দু’হাজারের বেশি কর্মী প্রয়োজন, কর্মস্থল কলকাতা-সহ অন্য শহরে
-
ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্কে একাধিক উচ্চপদে কর্মীর খোঁজ চলছে, কী ভাবে আবেদন করা যাবে?
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন স্টেট বা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
ক্যাট-এর অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি, অবশেষে জানানো হল সময়সীমা
-
ক্যানসার নিয়ে গবেষণার কাজ আইএসআই কলকাতায়, কী ভাবে যাচাই করা হবে প্রার্থীদের যোগ্যতা?
-
এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় থাকা প্রতিষ্ঠানে এমবিএ করবেন! কত নম্বর থাকতে হবে ক্যাট-এ?
-
রাজ্যের মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির প্রথম রাউন্ডের কাউন্সেলিং শুরু, দ্বিতীয় রাউন্ড কবে?