কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। সেই গবেষণা প্রকল্পের জন্যই কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পে নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক কাজের সুযোগ মিলবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের কোভিড নিয়ে গবেষণার কাজ হবে। গবেষণা প্রকল্পটি বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল (বাইর্যাক)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট সায়েন্টিস্ট-১, প্রজেক্ট অ্যাসোসিয়েট-২, ল্যাব টেকনিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদ রয়েছে আটটি। প্রকল্পের কাজ নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। যা পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, শুরু স্পট কাউন্সেলিং প্রক্রিয়া
-
ডব্লিউবিজেইইবি-র তরফে একাধিক প্রবেশিকার ‘আনসার কি’ প্রকাশ, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?
-
কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি-তে দু’হাজারের বেশি কর্মী প্রয়োজন, কর্মস্থল কলকাতা-সহ অন্য শহরে
-
ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্কে একাধিক উচ্চপদে কর্মীর খোঁজ চলছে, কী ভাবে আবেদন করা যাবে?
সংশ্লিষ্ট পদে যোগ্য প্রার্থীকে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরে তাঁর কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী, এই মেয়াদ বাড়ানো হতে পারে। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বা ৫০ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।
পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক মাসে ১৮,০০০ টাকা থেকে সর্বাধিক ১,২৫,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য স্নাতক যোগ্যতা এবং ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য কর্মী বেছে নেওয়া হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখতে হবে।