রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে অধ্যাপনার সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে টাটা চেয়ার প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির চুক্তির মেয়াদ থাকবে পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত, যা প্রয়োজনে আরও এক শিক্ষাবর্ষ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধ্যাপক পদে নিযুক্তকে প্রতি মাসে ৩,৩০,৩০০ টাকা বেতন দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের স্নাতক বা স্নাতকোত্তরে প্রথম শ্রেণি, পিএইচডি এবং ন্যূনতম ১০ বছর শিক্ষকতা, গবেষণা বা শিল্পক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।