বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা সর্বত্র। এ বার এই বিষয়টিই অনলাইনে পড়াবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সিকিম। স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্সটি পড়ানো হবে অনলাইনেই। পড়ুয়াদের আবেদনপত্রও গ্রহণ করা হবে অনলাইনে।
এনআইটি সিকিমের তরফে অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ এমএসসি করানো হবে। দু’বছরের স্নাতকোত্তর কোর্সটি চারটি সেমেস্টারে ভাগ করে পড়ানো হবে। পড়ুয়ারা যদি দু’বছরের মধ্যে কোর্স শেষ না করতে পারেন, তাঁদের অতিরিক্ত এক বছর সময় দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের তরফে সপ্তাহান্তে অনলাইনে ক্লাস করানো হবে। ক্লাস করাবেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিজ্ঞ পেশাদারেরা। যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আবেদনকারীদের স্নাতক বা উচ্চমাধ্যমিক স্তরে গণিত থাকাও জরুরি।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০,০০০ টাকা। কোর্সে ভর্তির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।