গ্রেড-এ পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। ব্যাঙ্কের বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৯১। নিযুক্তেরা ব্যাঙ্কের রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস, লিগ্যাল, প্রোটোকল এবং সিকিউরিটি সার্ভিসেস-এর ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। কর্মীদের বেতনক্রম হবে মাসে ৪৪,৫০০-৮৯,১৫০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
-
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ১২২ জন কর্মীর খোঁজ, কোন মাধ্যমে আবেদন জানাতে হবে?
-
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় উচ্চশিক্ষা করা যাবে?
-
ইউজিসি নেট-এর আবেদনপত্রে সংশোধন শুরু সোমবার থেকে, কোন কোন তথ্য বদলের সুযোগ মিলবে?
-
কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তরের সুযোগ, অনলাইনে করা যাবে ক্লাস, কোন প্রতিষ্ঠানের তরফে উদ্যোগ?
ব্যাঙ্কের কোন ক্ষেত্রের জন্য নিয়োগ হবে, তার ভিত্তিতে আবেদনকারীদের জন্য যোগ্যতার শর্তাবলি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। তবে সমস্ত পদের জন্য বয়ঃসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ছাড় দেওয়া হবে।
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে।
প্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১৫০ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।