পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।
রাজ্যের ন্যাশনাল হেল্থ মিশন প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েলেটিভ কেয়ার (এনপিসিসি)-র অধীনে কাজের জন্য কর্মী প্রয়োজন। নিয়োগ হবে স্টেট প্রোগ্রাম ম্যানেজার-এনসিডি ১ পদে। শূন্যপদ একটি। পোস্টিং হবে বিধাননগরের স্বাস্থ্য দফতরের স্টেট হেড কোয়ার্টারে। যোগ্যতার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
খেলাধুলায় ভাল হলেই মিলবে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের সুযোগ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি
-
ডায়াবেটিস নিয়ে গবেষণা হবে কল্যাণীর এনআইবিএমজি-তে, চলছে গবেষকের খোঁজ
-
আইআইটি জ্যাম-এর আবেদনপত্রে ভুল থাকলে এখনও করা যাবে সংশোধন, বাড়ল সময়সীমা
-
মাল্টিমিডিয়া ডেভেলপার প্রয়োজন কলকাতায় কেন্দ্রীয় সংস্থায়, আবেদনের শেষ দিন কবে?
আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগামী ১৩ নভেম্বর বিধাননগরের স্বাস্থ্য ভবনে সকাল ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার ভিন্ন মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
-
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় উচ্চশিক্ষা করা যাবে?
-
ইউজিসি নেট-এর আবেদনপত্রে সংশোধন শুরু সোমবার থেকে, কোন কোন তথ্য বদলের সুযোগ মিলবে?
-
কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তরের সুযোগ, অনলাইনে করা যাবে ক্লাস, কোন প্রতিষ্ঠানের তরফে উদ্যোগ?
-
পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ এ বার এই সব পরীক্ষায়ও! ঘোষণা এসএসসি-র