পূর্ব বর্ধমান জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কালনা পুরসভায় কাজ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এক জনকে পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রেও অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ইন্টারভিউ হবে ২ জুন ’২৫। ওই দিন সকাল ১১টার মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে প্রার্থীদের যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।