চিকিৎসক প্রয়োজন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৭৯, ৮০০ টাকা থেকে ২,১১,৫০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে, কোনও সরকারি হাসপাতালে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://klyuniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।