আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী।
মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রিসার্চ ফেলো নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ১৯ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেটালার্জিকাল, কেমিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। স্নাতকোত্তর হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.knu.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ২৬ ডিসেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই তারিখ থেকে ১২ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।