কলকাতা মেট্রোয় রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
হোমিয়োপ্যাথি কনসালট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছর, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৭,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা মেট্রো রেল ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://mtp.indianrailways.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মেট্রো রেলওয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।