কলকাতায় ‘ন্যাশনাল আরবান হেল্থ মিশন’ (এনইউএইচএম) সোসাইটি-র তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। খিদিরপুর আরবান কমিউনিটি হেল্থ সেন্টারে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ তিনটি। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল-এ প্রার্থীর নাম নথিভুক্ত থাকা দরকার। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২০ জানুয়ারি ইন্টারভিউ হবে। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছোতে হবে। বিজ্ঞপ্তিটি কলকাতা পুরসভার ওয়েবসাইট (https://www.kmcgov.in/) থেকেই পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।