নাবার্ড-এর ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডে কর্মখালি। ওই সংস্থায় কাস্টোমার সার্ভিস অফিসার প্রয়োজন। সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ একটি।
সংস্থার তরফে ওই পদে নিযুক্ত ব্যক্তিকে সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করে তাঁদের পরিষেবার আওতায় নিয়ে আসতে হবে। এ জন্য বিভিন্ন গ্রামে গিয়ে কাজটি করা প্রয়োজন। তাই নিযুক্তের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরবাইক থাকা দরকার।
আরও পড়ুন:
এ ছাড়াও দৈনিক কথোপকথনের প্রয়োজনে ইংরেজি-সহ মাতৃভাষা এবং অন্য কোনও স্থানীয় ভাষায় সাবলীল হওয়া দরকার। সংস্থার স্থানীয় দফতরের ব্যবসার অগ্রগতির জন্য স্থানীয় ব্যাঙ্ক এবং সমতুল প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতে হবে।
অনূর্ধ্ব ৩৩ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। এর আগে ফিল্ড অফিসার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলতে পারে। তবে, ফ্রেশারদের আবেদনও গ্রহণ করা হবে। ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। এ বিষয়ে আরও তথ্য জানতে হলে নাবার্ড-এর ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের ওয়েবসাইটটি (nabfins.org) দেখে নেওয়া যেতে পারে।