রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণেরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে এমন ২৮০টি আসনে অ্যাপ্রেন্টিসশিপের ব্যবস্থা করা হয়েছে।
কোন কোন ট্রেডে চলবে প্রশিক্ষণ?
ফিটার, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েল্ডার ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর।
কারা আবেদন করবেন?
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণ হলে প্রশিক্ষণে যোগদান করতে পারবেন। প্রার্থীদের নাম ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিম (ন্যাপস) পোর্টালে নথিভুক্ত থাকা দরকার। আইটিআই-এর পরীক্ষায় অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে।
আরও পড়ুন:
ভাতা:
প্রশিক্ষণ চলাকালীন ইলেকট্রিশিয়ান এবং ফিটাররা ৭ হাজার ৭০০ টাকা ভাতা হিসাবে পাবেন। ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টদের ৭০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
কী ভাবে আবেদন করবেন?
পশ্চিম বর্ধমানের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসের ঠিকানায় ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে। ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি-সহ আবেদন পাঠানো দরকার।
কী ভাবে যোগ্যতা যাচাই?
প্রশিক্ষণের জন্য প্রার্থীদের প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে তাঁদের বাছাই পর্বে নথি যাচাই করার জন্য ডেকে পাঠাবে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। তার তথ্য সংস্থার ওয়েবসাইটে (easterncoal.nic.in) দেওয়া হবে।