সরকারি প্রকাশনা সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। ন্যাশনাল বুক ট্রাস্ট বেশ কিছু পদে কর্মী নিয়োগ করবে। ওই সংস্থার স্কুল আউটরিচ কো-অর্ডিনেটর, ইভেন্ট কো-অর্ডিনেটর, গ্রাফিক ডিজ়াইনার এবং ইলাস্ট্রেটর পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ ছ’টি।
গণজ্ঞাপন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা স্কুল আউটরিচ কো-অর্ডিনেটর এবং ইভেন্ট কো-অর্ডিনেটর হিসাবে কাজ করতে পারবেন। তবে তাঁদের এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
গ্রাফিক ডিজ়াইনার এবং ইলাস্ট্রেটর পদে সেই সমস্ত ব্যক্তিদের আবেদন গৃহীত হবে, যাঁদের গ্রাফিক ডিজ়াইন, ভিস্যুয়াল আর্টস, মাল্টিমিডিয়া বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে। এ ক্ষেত্রেও প্রার্থীদের এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিয়োগের পর প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা দেওয়া হবে। মোট তিন মাসের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন নিযুক্তরা।
ন্যাশনাল বুক ট্রাস্টের ওয়েবসাইটে (www.nbtindia.gov.in) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, প্রকাশনা সংস্থার ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ জুন।