জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) কর্মী নিয়োগ করবেন। সংস্থার হ্যাজ়ার্ড রিস্ক অ্যানালিস্ট এবং পাবলিক হেলথ ইন ডিজ়াস্টার ম্যানেজমেন্ট বিভাগের জন্য সিনিয়র কনসালট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে বেছে নেওয়া হবে।
কারা আবেদন জানাতে পারবেন?
পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ভূতত্ত্ব, পাবলিক হেলথ, এপিডেমিয়োলজি, জিয়োইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) — এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্পেশ্যালাইজ়েশন থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
কী দক্ষতা থাকা প্রয়োজন?
সিনিয়র কনসালট্যান্ট হিসাবে আবেদনকারীদের অন্তত পাঁচ বছর পরামর্শদাতা হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের গবেষণার পাশাপাশি, ফিল্ডে গিয়ে কাজের দক্ষতাও থাকতে হবে। কোনও সরকারি বিভাগের অধীনে বিশেষ প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আয়ের সুযোগ কেমন?
উক্ত পদে কাজ করে মাসে ১ লক্ষ ২৫ হাজার থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
এই পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ফেব্রুয়ারি। আবেদনপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদর দফতরের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।