ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য় উচ্চপদে চাকরির সুযোগ। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় গত বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
সংস্থায় নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে। শূন্যপদের সংখ্যা ৪০। তবে তা পরিবর্তিত হতে পারে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হলেই সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,০০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ২০২৫-এর গেট-এ প্রাপ্ত নম্বরকেই গুরুত্ব দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী ইন্টারভিউয়ের আয়োজন করা হতে পারে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।