গণিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।
জুনিয়র প্রজেক্ট ফেলো এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-তে কাজের সুযোগ রয়েছে। ওই কাজের জন্য গণিত, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, জীববিদ্যা, বায়োকেমিস্ট্রি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
তবে, যাঁরা ম্যাথমেটিক্স এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে, উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের গবেষণা, শিক্ষকতা কিংবা কনটেন্ট ডেভেলপমেন্টের কাজের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।
৫ অগস্ট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই তাঁদের প্রতিষ্ঠানের দিল্লির দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট (ncert.nic.in) থেকে দেখে নিতে পারেন।