উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর জেলা পল্লি উন্নয়ন সেল (ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল)-এর তরফে এই নিয়োগ। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। কোনও সরকার অধীনস্থ সংস্থার গ্রামোন্নয়নের কাজে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রার্থীর বাংলা ভাষা সাবলীল হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে উত্তর দিনাজপুরের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গিয়ে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।