উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। জেলা পরিষদের তরফে এই নিয়োগ চুক্তিভিত্তিক। প্রথমে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পাবেন ১১ হাজার টাকা। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও সরকারি সংস্থা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ইন্টারভিউ হবে ৯ ডিসেম্বর। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে হলে প্রার্থীকে প্রথমে উত্তর দিনাজপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ এবং ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।