অবসরপ্রাপ্তদের পুনরায় কাজের সুযোগ দিচ্ছে পুরুলিয়া জেলার প্রশাসনিক বিভাগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেঞ্চ ক্লার্ক নেওয়া হবে। একটি শূন্যপদ রয়েছে। জেলা বিচারকের কার্যালয়ের তরফে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। কোনও সরকার অধীনস্থ সংস্থায় গ্রুপ বি অথবা গ্রুপ সি পদে কাজ করেছেন এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। ২৫ নভেম্বর বেলা দেড়টা থেকে শুরু ইন্টারভিউ। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ জন্য পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সম্পন্ন করতে হবে আবেদনের প্রক্রিয়া। ২৪ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।