মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
আরবি, অর্থনীতি, সংস্কৃত, সাঁওতালি এবং সেরিকালচার বিষয় নিয়ে যে সমস্ত পড়ুয়া পোস্ট গ্র্যাজুয়েশনে আগ্রহী তাঁরা আবেদন করতে পারবেন। এর আগেও তিন বার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রতিষ্ঠানের তরফে। চতুর্থবারের জন্য শুরু হল আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। আরবিতে আর ১০টি আসন রয়েছে, অর্থনীতিতে চারটি, সংস্কৃততে ১০টি, সাঁওতালিতে পাঁচটি এবং সেরিকালচার বিষয় নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন চারজন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।