আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। এ বার বিশেষ চমকের কথাও ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে ডি লিট দেওয়ার কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে সায় দিয়েছেন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
মাসখানেক সময় রয়েছে হাতে। বিশেষ অতিথির নাম ঘোষণা হলেও এখনও পর্যন্ত হরমনপ্রীতকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবং অন্য আধিকারিকেরা একটি বৈঠক করেন। সেখানেই ঠিক হয়, অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে শীঘ্রই ফোন করা হবে। তারপর যদি হরমনপ্রীতের তরফে সদুত্তর মেলে তা হলেই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে। অন্যথায় প্রতিবারের মতো সাধারণ সমাবর্তন অনুষ্ঠান হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘ভারতীয় অধিনায়ক যদি সময় দিতে পারেন তা হলে বিশেষ সমাবর্তন হবে। না হলে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে। বৈঠকে যে নামগুলি এ দিন ঠিক হয়েছে, তাঁর মধ্যে থেকে একজন প্রধান অতিথি ও একজন বিশেষ অতিথি থাকবেন।’’
আরও পড়ুন:
শুধু হরমনপ্রীত নন, বিশেষ অতিথি হিসাবে তিনটি নাম ঠিক আগে করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর সিইও শিবকুমার কল্যাণরামনের নাম প্রস্তাব করা হয়েছিল আচার্যের কাছে। তাতেও সায় দিয়েছিলেন রাজ্যপাল।
কিন্তু, শুক্রবারের বৈঠকে আগের অতিথি তালিকার সঙ্গে যুক্ত করা হয়েছে আরও কিছু নাম। প্রধান অতিথির তালিকায় রয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ইসরর চেয়ারম্যান ছিল সোমনাথ। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর সিইও শিবকুমার কল্যাণরামনের সঙ্গে আইআইটি খড়্গপুরের ডিরেক্টরের অধ্যাপক সুমন চক্রবর্তী। বিশিষ্টদের সময় দেওয়ার উপর নির্ভর করবে কে হচ্ছেন প্রধান অতিথি এবং কারা থাকছেন বিশেষ অতিথি হিসাবে।