পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
পুষ্টিবিদ, সমাজসেবক (সোশ্যাল ওয়ার্কার), এনআরসি অ্যাটেনডেন্ট, কুক কাম কেয়ারটেকার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে পাঁচটি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পুষ্টিবিদ প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন। সংশ্লিষ্ট বিভাগে স্নাতক হওয়া চাই। সমাজসেবকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া চাই। বাকি দু’টি পদের জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এনআরসি অ্যাটেনডেন্টের প্রতি মাসে বেতন হবে ৫ হাজার টাকা এবং কুক পাবেন ৮ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ জানুয়ারি ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।