ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চের কলকাতার দফতরে কর্মখালি। লাইফ সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের ওই প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে ক্যানসার বায়োলজি নিয়ে গবেষণার কাজের অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পোস্টডক্টরাল শীর্ষক শূন্যপদে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। তাই মূল বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিতে হবে। তাতে দেওয়া ইমেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি জমা দিতে হবে।
আরও পড়ুন:
-
সেল কালচার নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ
-
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন
-
পিএইচডি সম্পূর্ণ করেছেন? ডিআরডিও অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ, আবেদনের শেষ দিন কবে?
-
এমবিএ সম্পূর্ণ করেছেন? প্রসার ভারতীতে কর্মখালি, কলকাতায় কাজের সুযোগ
নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। কাজের জন্য প্রতি মাসে ৫৮,২৮০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ বৃদ্ধি পেলে তা জানিয়ে দেওয়া হবে।
অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য প্রতিষ্ঠানের সিলেকশন কমিটি প্রাপ্ত আবেদন খতিয়ে দেখে প্রার্থীদের বেছে নেবেন। যাঁদের ইন্টারভিউ নেওয়া হবে, তাঁদের ইমেল মারফত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আবেদনের ইমেল ৪ অগস্ট পর্যন্ত গ্রহণ করা হবে।