কেন্দ্রীয় সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কর্মখালি। সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সংস্থায় অফিসার ট্রেনি বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। আইন বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে সাতটি। পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল পড়েছেন এবং তিন বছরের এলএলবি কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাই কেন্দ্রীয় শক্তি মন্ত্রক অধীনস্থ ওই সংস্থায় আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও, স্নাতকদের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এ উত্তীর্ণ হতে হবে। এর পর সংস্থা দ্বারা আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
প্রথমে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। তার পর শিক্ষানবিশ পদ থেকে ‘অফিসার’ পদ পাবেন তাঁরা। শিক্ষানবিশ থাকাকালীন প্রতি মাসে ভাতা মিলবে ৪০ হাজার টাকা। অফিসার পদ হলে মাসে বেতন মিলবে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (powergrid.in) দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।