আইটিআই পাশ করেছেন, এমন প্রার্থীরা ভারতীয় রেলে কাজ শেখার সুযোগ পাবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ডিভিশনে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয়ে রইল বিস্তারিত।
ফিটার, ওয়েল্ডার, কারপেন্টার, পেন্টার, টেলর, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, স্টেনোগ্রাফার, মেকানিক, হাউজ় কিপার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে প্রশিক্ষণ চলবে। মোট ৮৯৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:
যে সমস্ত প্রার্থী দশম উত্তীর্ণ হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে, তাঁরাই উল্লিখিত ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। এ ছাড়াও, শর্তসাপেক্ষে বিশেষ ভাবে সক্ষম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে রেলের নিয়মানুসারে ভাতা দেওয়া হবে।
আগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র তৈরি করে তা ২ নভেম্বরের মধ্যে পাঠানো প্রয়োজন। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।