বোস ইনস্টিটিউটে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নকে গবেষক হিসাবে নিয়োগ করা হবে। জেনেটিক্স, মলিকিউলার বায়োলজি, সেল বায়োলজি নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তকে সংস্থার সল্টলেক দফতরে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
নিযুক্ত ব্যক্তিকে ন্যাচরাল, এগ্রিকালচারাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। এ ছাড়াও ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও কাজের সুযোগ পেতে পারেন। প্রার্থীর বয়স ৪০ বছরের কম হওয়া বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। চুক্তির মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা হবে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ অক্টোবর। সরাসরি ইন্টারভিউয়ের জন্যও প্রার্থীরা উপস্থিত থাকতে পারেন। ইন্টারভিউ ১৫ অক্টোবর নেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।