কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ। সম্প্রতি পোর্টের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোর্টের কলকাতা ডক সিস্টেম-এর মেরিন বিভাগে কাজ করতে হবে। আগ্রহীরা অফলাইনে আবেদন জানাতে পারেন।
কলকাতা ডক সিস্টেমের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ হবে সিনিয়র হাইড্রোগ্রাফার পদে। শূন্যপদ পাঁচটি। প্রার্থীদের এই পদে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথমে কিছুদিন চলবে প্রশিক্ষণ।
শিক্ষানবিশ থাকাকালীন নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এর পর তাঁদের বেতনকাঠামো বেড়ে হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।
আরও পড়ুন:
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৫, ৩০ অথবা ৩৫ বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের নটিক্যাল সায়েন্স-এ বিএসসি ডিগ্রি, ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট, ড্রেজ মেট গ্রেড-১ম ফরেন গোয়িং শিপ ফার্স্ট মেট, ড্রেজ মেট গ্রেড-২, ফরেন গোয়িং শিপ মাস্টার বা ড্রেজ মাস্টার গ্রেড ১ যোগ্যতা থাকা জরুরি।
এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত/ দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।