ব্যাঙ্কের অন্দরমহলে কাজ শেখার সুযোগ দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংস্থার তরফে সামার প্লেসমেন্ট-এর জন্য স্নাতকোত্তর স্তরে পাঠরতদের প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি, কেরল-সহ দেশের বিভিন্ন রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র দফতরে প্রশিক্ষণ চলবে। আসনসংখ্যা ১২৫।
রাশিবিজ্ঞান, আইন, বাণিজ্য, অর্থনীতি, ইকনোমেট্রিক্স, ম্যানেজমেন্ট শাখার বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে। ব্যাঙ্কের কাজে পরিবেশ কেমন হয়, কী ভাবে বিভিন্ন প্রকল্পের কাজে সমস্যার সমাধান করা যেতে পারে— তাঁরা এই সমস্ত কিছু শিখতে পারবেন।
এ ছাড়াও তাঁদের ডেটা অ্যানালিসিস, ডকুমেন্ট রিভিউ-এর মতো কাজ করতে হবে। পাশাপাশি, আর্থিক বিধি, ব্যাঙ্কের নিয়মাবলি সম্পর্কেও ওয়াকিবহাল হওয়ার সুযোগ থাকছে।
২০২৬-এর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মোট তিন মাসের জন্য প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে তাঁদের জন্য ২০,০০০ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। বাছাই পর্ব ২০২৬-এর জানুয়ারি থেকে মার্চ-এর মধ্যে সম্পূর্ণ করা হবে।
আগ্রহীদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে হবে। এ জন্য তাঁদের স্টেটমেন্ট অফ পারপস, বৈধ পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি ওই আবেদনের সঙ্গে পাঠানো দরকার।