দশম উত্তীর্ণেরা শিয়ালদহ, হাওড়া-সহ পূর্ব রেলের একাধিক ডিভিশনে প্রশিক্ষণের সুযোগ পাবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জামালপুর, মালদহ, হাওড়া, শিয়ালদহ, লিলুয়া এবং কাঁচরাপাড়া ডিভিশনে ১,২৬৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোন কোন ট্রেডে প্রশিক্ষণ?
টার্নার, ওয়েল্ডার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, কারপেন্টার, পেন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, মেকানিস্ট, ব্ল্যাকস্মিথ, ওয়্যারম্যান, ম্যাসন— এই সমস্ত ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:
কারা আবেদন করতে পারবেন?
দশম উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তাঁদের টার্নার, ওয়েল্ডারের মতো একাধিক ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি) অনুমোদিত শংসাপত্র থাকতে হবে। এ ক্ষেত্রে যাঁদের কাছে ক্রাফ্টসম্যান ট্রেনিং স্কিমের অধীনে ‘উড ওয়ার্ক টেকনিশিয়ান’-এর শংসাপত্র রয়েছে, তাঁরা কার্পেন্টার ট্রেডের অধীনে আবেদন করতে পারবেন।
বয়স:
আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শর্তাবলি:
- অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
- ১০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে।
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ট্রেড শংসাপত্রের ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।
- ১৪ অগস্ট থেকে আবেদন পাঠাতে পারবেন।
- আবেদনের শেষ দিন ১৩ সেপ্টেম্বর।
উল্লিখিত বিভাগে কবে থেকে প্রশিক্ষণ শুরু হবে, সেই সম্পর্কে বিশদ জানতে পূর্ব ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (rrcer.org) নজর রাখা প্রয়োজন। সেখানেই সমস্ত তথ্য দেওয়া হবে।