নিউক্লিয়ার ফিজ়িক্স নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, এমন ব্যক্তিরা পাবেন কাজের সুযোগ। সম্প্রতি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্সের তরফে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের তরফে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হব। ওই কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।
এক্সপেরিমেন্টাল হাই এনার্জি নিউক্লিয়ার ফিজ়িক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁর ডিটেক্টর স্টিমুলেশন, ডেটা অ্যানালিসিস, অ্যালিস এক্সপেরিমেন্ট-এর মতো বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
-
৭৫ বছর উদ্যাপনে র্যালি শহরতলির স্কুলে, বিশেষ কর্মসূচিতে শামিল অভিভাবক এবং প্রাক্তনীরাও
-
প্যারামেডিক্যালের একাধিক বিষয়ে পড়ার সুযোগ, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া
-
এমবিএ পড়তে চান? ক্যাট উত্তীর্ণরা পাবেন অগ্রাধিকার, কোথায় শুরু ভর্তি প্রক্রিয়া?
-
কর্মী নিয়োগ করবে সুপ্রিম কোর্ট, কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। কাজের জন্য নিযুক্তদের প্রতি মাসে ৬১,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগ্রহীদের আবেদন ইমেল মারফত গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ৫ ফেব্রুয়ারি। কী ভাবে আবেদন পাঠাতে হবে, সেই বিষয়ে সবিস্তার জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।