সিকিম বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৪টি শূন্যপদ রয়েছে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
জিয়োলজি, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, আইন, ম্যানেজমেন্ট, এডুকেশন, জিয়োগ্রাফি, সাইকোলজি বিভাগ এবং ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যাপনার জন্য গেস্ট ফ্যাকাল্টি প্রয়োজন। পদপ্রার্থীদের উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদের সংখ্যা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ২০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে।
১০ এবং ১১ ফেব্রুয়ারি ইন্টারভিউ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন ব্লকে আগ্রহীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।