ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জেনারেল এবং স্পেশালিস্ট— দু’ক্ষেত্রেই অফিসার পদে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭৬। গ্রেড-এ এবং গ্রেড-বি পদে নিযুক্তেরা ব্যাঙ্কের লিগ্যাল, আইটি-সহ অন্য বিভাগে কাজ করার সুযোগ পাবেন। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে, যা পরবর্তীকালে আরও দু’বছর বাড়ানো হতে পারে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ২১-৩০ এবং ২৫-৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আরও পড়ুন:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৪৪,৫০০-১,০০,০০০ টাকা এবং ৫৫,২০০-১,১৫,০০০ টাকা।
উভয় পদে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১৭৫ এবং ১,১০০ টাকা। আবেদনের শেষ দিন ১১ অগস্ট। এর পর দু’ধাপে অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে দু’টি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।