দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি-সহ অন্য তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) এবং বিএসসি (অনার্স)-এর দু’টি কোর্সে ভর্তি হওয়া যাবে। নয়া জাতীয় শিক্ষানীতি মেনে দু’টি কোর্সই চার বছরের। কলা এবং বিজ্ঞানের যে বিষয়গুলিতে মেজর বা মাইনর-এ স্নাতক করার সুযোগ মিলবে, সেগুলি হল— বাংলা, এডুকেশন, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, মানবীবিদ্যা, ভূগোল, গণিত, পদার্থবিদ্যা এবং প্রাণীবিদ্যা। বিএ (অনার্স) এবং বিএসসি (অনার্স) কোর্সগুলির ক্ষেত্রে আসনসংখ্যা যথাক্রমে ৪৯ এবং ২০।
আরও পড়ুন:
কলা বিভাগের বিষয়গুলিতে স্নাতকে আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে মোট ৪৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে ৪৫ শতাংশ নম্বরও থাকতে হবে। একই ভাবে, বিজ্ঞানের বিষয়গুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে মেধার ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন করে ভর্তি নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য জমা দিতে হবে না। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।