আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য, আইন ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিজ্ঞান, অ্যাপ্লায়েড সাইকোলজি, রসায়ন, বাণিজ্য, এডুকেশন, ইংরেজি, হিন্দি, ইতিহাস, আইন, গণিত, দর্শন, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পিএইচডি করার যেমন সুযোগ রয়েছে। তেমনি, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অরগ্যানিক স্পিনট্রনিক্স এবং অপটোইলেক্ট্রনিক্স ডিভাইসেস এবং সেন্টার ফর আইওটি অ্যান্ড এআই ইন্টিগ্রেশন উইথ এডুকেশন ইন্ডাস্ট্রি এগ্রিকালচার থেকেও বেশ কিছু বিষয়েও পিএইচডি করা যাবে। বিভিন্ন বিভাগে ৩টি থেকে শুরু করে সর্বাধিক ১১টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
সমস্ত বিষয়ে পিএইচডিতে আবেদনের জন্যই পড়ুয়াদের স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছারাও যোগ্যতার অন্য শর্তাবলি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রের লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ২৯ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে। ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর থেকে। এ বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।