রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ এডুকেশন, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়ের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যে বিষয়গুলিতে এমএসসি, এমএ, এমকম, এমএসডব্লিউ এবং এমএলআইএস কোর্স করার সুযোগ রয়েছে, সেগুলি হল— ম্যাথামেটিক্স, জ়ুলজি, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, অর্থনীতি, বাণিজ্য, সোশ্যাল ওয়ার্ক। এ ছাড়া লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর দু’টি কোর্সেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
গণিতে স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স নিয়ে স্নাতক হতে হবে। বাকি বিষয়গুলির জন্যও পৃথক যোগ্যতামান স্থির করা হয়েছে। যে বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে কতসংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কোর্সগুলিতে আবেদনকারীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে।
প্রথম বছরে বিভিন্ন প্রোগ্রামের কোর্স ফি-র পরিমাণ ২৭৫ টাকা থেকে শুরু করে ১৩,৭৫০ টাকা। ভর্তির সময়ে কোর্স ফি-ও ছাড়াও অন্য খাতে নির্ধারিত ফি-ও জমা দিতে হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১২ অগস্ট। অনলাইন এবং অফলাইনে আবেদনমূল্য জমা দেওয়া শেষ দিন ১৪ অগস্ট। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।