স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
জুনিয়র কনসালট্যান্ট নেওয়া হবে। দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে তিনটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬৫ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ল অথবা বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যদি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকে তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ ডিসেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।